হেলথ ডেস্ক: ভিয়েতনামের হো চি মিন সিটিতে এক নারীর মৃত্যুতে একটি বেসরকারি হাসপাতালের সার্জিকাল টিমের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩২ বছর বয়সী ওই নারী গত মে মাসে স্তন ও চর্বি অপসারণের অস্ত্রোপচারের সময় মারা যান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ন্যুই লক ওয়ার্ডের প্যারিস অ্যাস্থেটিক ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতালের চিকিৎসক বুই ডাক নিহেন, নার্স ফ্যাম থি কুয়েনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ২৮ মে ওই নারী হাসপাতালটিতে সৌন্দর্যবর্ধক অস্ত্রোপচারের পরামর্শ নিতে আসেন। এরপর নিহেন ও কুয়েনসহ পাঁচজনের একটি সার্জিকাল টিম গঠন করা হয়। অস্ত্রোপচারের একপর্যায়ে রোগীর রক্তসঞ্চালন ও শ্বাসপ্রশ্বাসে জটিলতা দেখা দিলে তাকে দ্রুত থং ন্যাত হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তদন্তে দেখা গেছে, চিকিৎসক নিহেন ও নার্স কুয়েন পেশাগতভাবে যোগ্য হলেও তারা ওই হাসপাতালের নিবন্ধিত চিকিৎসক ছিলেন না। আরও কয়েকজন কর্মীর বৈধ চিকিৎসা সনদও ছিল না।
পুলিশের এক কর্মকর্তা বলেন, “সার্জারি টিমের সদস্যরা চিকিৎসা সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছেন, যার ফলেই রোগীর মৃত্যু ঘটেছে।”
ঘটনাটির তদন্ত এখনও চলছে।
উল্লেখ্য, প্যারিস অ্যাস্থেটিক ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতালকে গত বছরই দুইবার জরিমানা করেছিল শহরের স্বাস্থ্য বিভাগ। একই কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটিকে তিন মাসের জন্য বন্ধও করে দেওয়া হয়েছিল।