বিনোদন ডেস্ক:
কলকাতা: আগস্টেই জীবনে আসছে এক নতুন অধ্যায়, মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অহনা দত্ত। মাত্র ২১ বছর বয়সেই মাতৃত্বের দারপ্রান্তে দাঁড়িয়ে এই অভিনেত্রী এখন পরিপূর্ণ ভাবে উপভোগ করছেন জীবনের এই বিশেষ সময়কে। প্রথমদিকে কিছুটা দুশ্চিন্তা থাকলেও এখন আর সেই ভয় বা দ্বিধা নেই। বরং দায়িত্বের কথা না ভেবেই এখনকার প্রতিটি মুহূর্ত নিজের মতো করে কাটাতে চান তিনি।
অহনা জানিয়েছেন, এখন আর তিনি ধারাবাহিকের নিয়মিত শুটিং করছেন না। তবে থেমে নেই মঞ্চে পারফর্ম করার কাজ। মঞ্চনাটক, গানের অনুষ্ঠান বা উৎসব দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন অহনা। তিনি বলেন, “আমি এখন দর্শকের সামনে যেতে বেশি স্বচ্ছন্দ বোধ করছি। প্রতি দিনের ধারাবাহিকের ব্যস্ততা না থাকলেও আমি মাচায় পারফর্ম করছি এবং বেশ উপভোগও করছি।”
সম্প্রতি এমনই একটি মঞ্চানুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অহনা, গাইছেন ও নাচ করছেন ‘ডাকাতিয়া’ গানে। হালকা ছাই রঙের শাড়ি ও লাল ব্লাউজে তার লুক প্রশংসিত হয় দর্শকমহলে। অনুষ্ঠানে উত্তরীয় দিয়ে তাকে সম্মান জানানো হয়, আর দর্শকের উচ্ছ্বাসে ভেসে যান অহনা।
যদিও গর্ভাবস্থায় সাধারণত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়, তবে অহনা জানালেন, তার চিকিৎসকের পরামর্শেই তিনি সক্রিয় জীবনযাপন করছেন। “আমার কোনও শারীরিক অসুবিধা হচ্ছে না। বরং চিকিৎসক বলেছেন, যেন সক্রিয় থাকি, ঘরে বসে না থাকি। আমি দিব্যি অনুষ্ঠান করছি, আনন্দে সময় কাটাচ্ছি,” বলেন অহনা।
মাত্র ২১ বছর বয়সে মা হওয়া নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন এই বয়সেই এমন সিদ্ধান্ত সঠিক কি না। কিন্তু অহনার জবাব স্পষ্ট “আমি মনে করি, এটাই সঠিক সময় মা হওয়ার। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, তাই এই সিদ্ধান্ত নিয়েছি।”
অহনার সাহস ও আত্মবিশ্বাসে অনুপ্রাণিত হয়েছেন অনেক তরুণী। সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছেন তিনি, বিশেষ করে মাতৃত্বকে স্বাভাবিকভাবে গ্রহণ করার দৃষ্টিভঙ্গির জন্য।
◊আপনিও কী মনে করেন ২১ বছর বয়সে মা হওয়া সাহসী সিদ্ধান্ত? আপনার মতামত জানান কমেন্টে।
আরও এমন লাইফস্টাইল ও সেলিব্রিটি খবর পেতে বিজনেসটুডে২৪.কম-এর সঙ্গে থাকুন।