বিনোদন ডেস্ক:
টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা ‘মিশকা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা অহনা দত্ত এবার বাস্তব জীবনেও নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। মাত্র ২১ বছর বয়সেই মা হচ্ছেন তিনি। চলতি বছরের শুরুতে অহনা ও তাঁর স্বামী দীপঙ্কর একসঙ্গে ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে নতুন অতিথি আসছে।
অহনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে যেমন টেলিভিশনপ্রেমী দর্শকদের মধ্যে কৌতূহল ছিল, তেমনই তাঁর সদ্য প্রকাশিত এক নাচের ভিডিও শোরগোল ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে নীল রঙের ক্রপ টপ ও কালো জগার্স পরে, মাথায় টুপি পরে একটি ট্রেন্ডিং গানে কোমর দুলিয়েছেন অহনা—গর্ভে সন্তান থাকা অবস্থাতেই।
ভিডিওর মূল আকর্ষণ ছিল তাঁর আত্মবিশ্বাস ও সাবলীলতা। ৬ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি নিজের শরীরচর্চা ও আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ভিডিওর ক্যাপশনে অহনা লেখেন, “এখন ৬ মাস।” তাঁর হাসিমুখ ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় স্পষ্ট, মা হওয়ার অনুভূতিকে তিনি উপভোগ করছেন মন থেকে।
ভিডিওটি প্রকাশের পর টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখ যেমন প্রশংসা করেছেন, তেমনি সাধারণ দর্শকও উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হবু মাকে। কেউ লিখেছেন, “এই অবস্থাতেও এত সুন্দর নাচ!” আবার কেউ লিখেছেন, “বেবি তো পেটের ভেতরেই নাচছে!”
বর্তমানে চিকিৎসকরাও মনে করেন, গর্ভাবস্থায় সঠিক নিয়ম মেনে শরীরচর্চা বা হালকা নাচ করলে কোনও ক্ষতি নেই। বরং এতে হবু মায়ের শরীর ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। বলিউডের বহু তারকাই এই সময়েও যোগ ব্যায়াম, হাঁটাহাঁটি বা এমনকি র্যাম্পে হাঁটতে দেখা যায়। সেই ধারাকেই যেন এবার অনুসরণ করছেন টলিউড অভিনেত্রী অহনা দত্ত।
মাত্র ২১ বছর বয়সেই মা হওয়ার সাহসী সিদ্ধান্ত, পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে ভালোবাসাকে গ্রহণ এবং মাতৃত্বকে সম্মানের সঙ্গে বহন—এই তিনটি দিক মিলিয়ে অহনার জীবনের এই অধ্যায় হয়ে উঠেছে অনুপ্রেরণার।