বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি, বিএনপি–সমর্থিত আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অ্যাডভোকেট আবু সাইদ সাগরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল হক দিদার সাংবাদিকদের জানান, শাহবাগ থানার মামলায় আবু সাইদ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৪ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ মোট ৭৫ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১৪ মার্চ সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে নীল প্যানেলের (বিএনপি সমর্থিত) প্রার্থী ও সমর্থকেরা জানতে পারেন, আওয়ামী লীগপন্থি আইনজীবীরা গোপনে ব্যালটে সিল মারছেন। প্রতিবাদ জানাতে গেলে কয়েকজন আইনজীবী হামলার শিকার হন।
পরদিন ১৫ মার্চ সকালে সমিতির অডিটরিয়ামে প্রায় ৪০–৫০ জন আইনজীবী ও শতাধিক পুলিশ সদস্য প্রবেশ করে বিএনপি–সমর্থিত প্রার্থী ও ভোটারদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, মাহদিন চৌধুরীসহ বহু আইনজীবী গুরুতর আহত হন। নারী আইনজীবীদের ওপরও হামলা ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই সময় আইনজীবী রাসেল আহম্মেদ, ইব্রাহিম খলিল, সালাউদ্দিন রিগানসহ প্রায় তিন শতাধিক আইনজীবী লাঠি, রাইফেলের বাঁট ও বুটের আঘাতে আহত হন। পাশাপাশি ভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর, কাচ ভাঙা, সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশের সহযোগিতায় জোরপূর্বক প্রবেশের অভিযোগও আনা হয়েছে।