Home Second Lead আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বরিশাল: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা প্রত্যাহারের কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। বরং আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১ অক্টোবর) বরিশাল নগরীর শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, “নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি, আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ হয়েছে সেটা উইড্রো হওয়ার সম্ভাবনা নেই।”

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

অশান্ত পাহাড় প্রসঙ্গে ড. নজরুল বলেন, “পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।”

এ সময় তিনি বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের বিষয়েও আলোকপাত করেন। তিনি জানান, এখন পর্যন্ত ৯-১০টি বড় ধরনের সংস্কার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • বাংলাদেশে প্রথমবারের মতো সিভিল কোর্ট ও ক্রিমিনাল কোর্টের কার্যাবলী আলাদা করা,
  • লিগ্যাল এইড সার্ভিসের সম্প্রসারণ,
  • সিআরপিসি ও সিপিসি সংশোধন,
  • অনলাইন বেইল বন্ডের ব্যবস্থা গ্রহণ।

তিনি বলেন, “একটা কোর্ট শুধু বিচারই করবে—এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। বিচারিক পথ সৃজন আর সরকার করবে না, সেটা করবে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির নেতৃত্বে।”

বিচার বিভাগে দুর্নীতির বিষয়েও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, “আগে কর্মচারী নিয়োগে দুর্নীতি হতো। এখন থেকে জেলা পর্যায়ে আর নিয়োগ হবে না। বিচার প্রশাসন নিজস্বভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।”