Home চট্টগ্রাম আইয়ুব বাচ্চুর স্মৃতিতে মগবাজারে মিউজিয়াম ও কালচারাল হাব

আইয়ুব বাচ্চুর স্মৃতিতে মগবাজারে মিউজিয়াম ও কালচারাল হাব

বিনোদন ডেস্ক: বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মৃতিকে ধরে রাখতে রাজধানীর মগবাজারে গড়ে উঠছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’। প্রায় ১০ কাঠা জায়গাজুড়ে নির্মিতব্য এই মিউজিয়ামটি শুধু সংগীত নয়, তার জীবন, সংগ্রাম ও শিল্পচিন্তার নিদর্শন হয়ে উঠবে।

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকল্পটির কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি ও শিল্পীর স্ত্রী ফেরদৌস আক্তার। তিনি বলেন, “এটি শুধু একটি মিউজিয়াম নয়, এটি হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার স্থান। বাচ্চু ভাইয়ের প্রতিটি স্মৃতি যেন সবার নাগালের মধ্যে থাকে—এই ইচ্ছা থেকেই আমাদের এই উদ্যোগ।” ফেরদৌস আক্তার আরও জানান, এই মিউজিয়ামের জন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, কারণ এটি কেবল একটি পরিবারের নয়, পুরো জাতির সাংস্কৃতিক সম্পদ।

ফাউন্ডেশনের সেক্রেটারি ও প্রয়াত শিল্পীর দীর্ঘদিনের সহযাত্রী আবদুল্লাহ আল মাসুদ জানান, মিউজিয়ামে থাকবে আইয়ুব বাচ্চুর ব্যবহৃত গিটার, টি-শার্ট, হ্যাট, ক্যাপ ও রোদচশমা। “এবি কিচেন”–এর আদলে একটি আধুনিক রেকর্ডিং স্টুডিও তৈরি করা হবে, যেখানে নতুন শিল্পীরা গান রেকর্ড করতে পারবেন। তিনি বলেন, “দর্শনার্থীরা এখানে ভার্চুয়াল রিয়ালিটিতে আইয়ুব বাচ্চুর কনসার্ট উপভোগ করতে পারবেন। আমরা চাই এই উদ্যোগে সবাই সহযোগিতা করুক।”

প্রকল্পটির নকশা অনুযায়ী, মিউজিয়ামের পাশাপাশি থাকবে একটি মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন এবং তরুণ শিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও। তরুণ সংগীতপ্রেমীরা এখানে এসে আইয়ুব বাচ্চুর জীবন ও সংগীতধারার সঙ্গে পরিচিত হতে পারবেন। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মিউজিয়ামের প্রতিটি অংশে তুলে ধরা হবে আইয়ুব বাচ্চুর শিল্পযাত্রার গল্প—চট্টগ্রাম থেকে ঢাকায় আগমন, এলআরবি ব্যান্ডের উত্থান, জনপ্রিয় গান সৃষ্টি, এবং তার বিশ্বজুড়ে কনসার্টের স্মৃতিচিহ্ন।

মিউজিয়াম কর্তৃপক্ষ আশা করছে, এটি একদিকে আইয়ুব বাচ্চুর স্মৃতিকে অমর করে রাখবে, অন্যদিকে সংগীতপ্রেমী প্রজন্মের কাছে বাংলাদেশি ব্যান্ডসংগীতের ইতিহাস ও উত্তরাধিকার তুলে ধরবে। তাদের বিশ্বাস, এটি শুধু একটি প্রদর্শনশালা নয়, বরং একটি জীবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে—যেখানে আইয়ুব বাচ্চু থাকবেন আলো, গিটার আর গান হয়ে।

মেটা ডেসক্রিপশন:
মগবাজারে গড়ে উঠছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব’—আইয়ুব বাচ্চুর গিটার, পোশাক, স্মৃতি ও সংগীতজীবন নিয়ে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র।