Home আইন-আদালত বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: জামিন হারালেন সাবেক মেয়র বাবুল

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: জামিন হারালেন সাবেক মেয়র বাবুল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম মানিক জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। এর আগে হাইকোর্ট থেকে তিনি ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

মোহাম্মদ আইয়ুব বাবুল পটিয়া পৌর সদর ৩ নম্বর ওয়ার্ডের মৃত আমিনুর রহমানের ছেলে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৪ আগস্ট পটিয়া পৌরসদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ৩০ জন ছাত্র গুলিবিদ্ধ ও অর্ধশতাধিক আহত হন। এই ঘটনায় ১৯ আগস্ট জমিরিয়া কাসেমুল উলুম মাদ্রাসার ছাত্র মো. নুরুল হাসান বাদী হয়ে পটিয়া থানায় ৭৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আইয়ুব বাবুল ছিলেন অন্যতম নামধারী আসামি।

এ ছাড়া তার বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বিস্ফোরক দ্রব্য আইনে আরও দুটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে।

আইয়ুব বাবুলের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, “উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে তিনি নিয়ম মেনে নিম্ন আদালতে হাজির হয়েছিলেন। তবে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”