Home জাতীয় শাহবাগে উত্তাল জনতার স্লোগান: ‘আওয়ামী লীগ ব্যান করো’

শাহবাগে উত্তাল জনতার স্লোগান: ‘আওয়ামী লীগ ব্যান করো’

ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে অভূতপূর্ব এক গণআন্দোলন গড়ে উঠেছে।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে অভূতপূর্ব এক গণআন্দোলন গড়ে উঠেছে। ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’ এই স্লোগানে মুখরিত হয়ে উঠে শাহবাগ মোড়। আন্দোলনকারীদের স্লোগানে কেঁপে উঠে পুরো এলাকা। জনতার ঢল নামে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে শুরু হওয়া সমাবেশস্থলে।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যখন ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন, তখনই দলমত নির্বিশেষে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসেন শাহবাগে। বিকাল সাড়ে চারটা থেকেই ধীরে ধীরে ভিড় জমে, পরিণত হয় হাজারো মানুষের জমায়েতে।

অবরোধে সরব উপস্থিতি ছিল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি, ছাত্রনেতা নাহিদ ও আক্তার। তাদের নেতৃত্বেই রাজপথে মুখর হয় স্লোগান—‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’, ‘২৪ বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘লীগ ধর, জেলে ভর’।

প্রতিটি আন্দোলনকারী হাতে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড। সড়কে জটলা, ব্যানার আর স্লোগানে শাহবাগ পরিণত হয় বিক্ষোভের প্রতীকে।

শাহবাগ মোড় অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সায়েন্সল্যাব, টিএসসি, বাংলামোটরসহ আশেপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্কুল, হাসপাতালগামী অসংখ্য মানুষ আটকা পড়ে সড়কে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলন শান্তিপূর্ণ রয়েছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

অবরোধে অংশ নেওয়া এক ছাত্র বলেন, “আমরা কোনো দল করি না, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আমাদের রাজপথে নামতে হয়েছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে রাজপথ ছাড়ব না।”

জাতীয় নাগরিক পার্টির নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত অবরোধ চলবে। এই আন্দোলন আর পিছু হটবে না, রাজপথেই হবে নিষেধাজ্ঞার সূচনা।