Home কক্সবাজার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

আগুনের সংবাদে উৎসুক জনতার ভিড়।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরের কলাতলী মোড়ে অবস্থিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার খবর পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্ট্যাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে কাজ করছে। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগলে টানা ১৭ ঘণ্টা ধরে আগুন জ্বলে যায়। একই দিন রাতেও টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে। এর আগের দিন, ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুন লাগে, যেখানে ১৬ জনের প্রাণহানি ঘটে।