Home First Lead আজাদের বাড়িতে হামলার অভিযোগে ১৬ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আজাদের বাড়িতে হামলার অভিযোগে ১৬ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এ কে আজাদের ফরিদপুরের বাড়ির সামনে বিএনপির মিছিল। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের বাড়িতে হামলার অভিযোগে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ ১৬ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

 শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হামীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই আহাদউজ্জামান।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে এ কে আজাদের ঝিলটুলী এলাকার অফিস-কাম-বাসভবনে হঠাৎ একদল উগ্র সন্ত্রাসী ঢুকে পড়ে। তারা নিরাপত্তাকর্মী মেহেদী হাসানকে হত্যার হুমকি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ভয়ভীতি সৃষ্টি করে। গালিগালাজ ও হুমকি ধামকির পাশাপাশি তারা এ কে আজাদকে ফরিদপুরে এলে হত্যা করে পদ্মা নদীতে মরদেহ ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা চিৎকার করে বলছিল ‘এ কে আজাদের চামড়া তুলে নেব’, ‘বাড়ি-ঘর জ্বালিয়ে দেব’ ইত্যাদি উক্তি, যা জনমনে ত্রাস সৃষ্টি করে। এ সময় হামীম গ্রুপের কর্মকর্তা রাফিজুলসহ কয়েকজন কর্মচারী বাড়িতে উপস্থিত ছিলেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাকে। অন্যদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. নাহিদুল ইসলাম, ছাত্রদল সহসভাপতি ক্যাপ্টেন সোহাগসহ আরও অনেকে।

অভিযুক্ত গোলাম মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা খবর পেয়েছিলাম সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক হচ্ছে। তাই গিয়েছিলাম। কেউ কোনো রকম হুমকি বা সহিংসতা করেনি। এমনকি একটি ঢিলও কেউ ছোঁড়ে নাই।”

ফরিদপুরের পুলিশ সুপার মো. এম এ জলিল বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, এ কে আজাদ দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফোরের মালিক এবং হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফরিদপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।