বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহীঃ রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও যোগাযোগ যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন মুনতাসিরুল আলম অনিন্দ্য, যিনি অতীতে একাধিকবার জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে সেনাবাহিনী, পুলিশ ও সিআইডির সমন্বয়ে এ অভিযান শুরু হয়। সকাল সাড়ে নয়টার পর কাদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, দেশীয় অস্ত্র ৬টি, সঠিক কর্টিজ, এয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট, জিপিএস, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান, সিমকার্ড ১০টি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, মনিটর ৬টি, কম্পিউটার ৩টি, স্ক্যানার ৩টি এবং মদের বোতল ৩৫টি উদ্ধার করা হয়।
আটক মুনতাসিরুল আলম অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। তিনি ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টার পরিচালনা করতেন। অনিন্দ্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ আত্মীয়।
এর আগে তিনি হলি আর্টিজান হামলার পর জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তবে পরবর্তীতে আদালত থেকে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, “অভিযান সেনাবাহিনীর নেতৃত্বে চলছে। তারা ব্রিফিং করলে বিস্তারিত জানানো হবে। থানায় মামলা হওয়ার পর আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারব।”
অভিযান চলাকালে কাদিরগঞ্জ এলাকার প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়। কোচিং সেন্টারের সামনে ক্রাইম সিন ফিতা টাঙিয়ে নির্দিষ্ট এলাকা ঘিরে রাখা হয়েছে। দুপুর পৌনে একটা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান অব্যাহত ছিল।