মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি):
রামগড় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে ও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রামগড় বিএনপি পরিবারের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকালে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা একত্রিত হয়ে আনন্দ মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে মুখরিত করে পুরো এলাকা।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মাষ্টারপাড়া সিনেমাহল বাজার, রামগড় বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে রামগড় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহম্মদ ভুঁইয়া, নবগঠিত উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাংবাদিক মোঃ বাহার উদ্দিন, এবং সাধারণ সম্পাদক মোঃ শেফায়েত উল্লাহ।
এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।