Home বিনোদন বিলাসবহুল ফ্যাশনের শীর্ষে অনন্যা পাণ্ডে, চ্যানেলের নতুন মুখ

বিলাসবহুল ফ্যাশনের শীর্ষে অনন্যা পাণ্ডে, চ্যানেলের নতুন মুখ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবার যুক্ত হলেন বিশ্বের অন্যতম নামী ফ্যাশন ব্র্যান্ড চ্যানেলের সঙ্গে। ২৬ বছর বয়সী এই তারকা হলেন চ্যানেলের ইতিহাসে প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে বলিউডের নতুন অধ্যায় রচিত হলো।

অনন্যা আগেও বেশ কয়েকবার চ্যানেলের পোশাকে জনসমক্ষে এসেছেন, বিশেষ করে গত অক্টোবরে প্যারিস ফ্যাশন সপ্তাহে চ্যানেলের স্প্রিং/সামার ২০২৫ শো-তে অংশ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেন। সেদিন তিনি পরেছিলেন ব্র্যান্ডের ক্রুজ কালেকশনের একটি টুইড জ্যাকেট ও বারমুডা শোর্টস। তার সেই লুক সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলে, যা চ্যানেলের “আর্নড মিডিয়া ভ্যালু” (EMV) বাড়াতে সহায়ক হয়।

শুধু ফ্যাশনের মঞ্চেই নয়,অনন্যা ইতিমধ্যে জিমি চু ও সোয়ারোভস্কির মতো বিলাসবহুল ব্র্যান্ডের ভারতীয় অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। সোয়ারোভস্কির দীপাবলি ক্যাম্পেইনে তার উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে ভারতীয় দর্শকদের মধ্যে। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই তাকে চ্যানেলের মত বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রতীক হিসেবে নির্বাচিত হতে সহায়তা করেছে।

অনন্যা র এই নিয়োগের সময়টাও গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বিভিন্ন বিলাসবহুল আন্তর্জাতিক ব্র্যান্ড ভারতের বিশাল বাজারকে ধরতে চায়। ভারতের তরুণ প্রজন্মকে লক্ষ্য করে তারা এমন মুখ খুঁজছে, যারা একইসঙ্গে ফ্যাশন সচেতন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়। আনন্যা ঠিক সেই ধরনের প্রতিনিধি, যার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ২৫.৯ মিলিয়নের বেশি।

এখনকার ফ্যাশন জগতে অনন্যা র জনপ্রিয়তা অনেকটাই পশ্চিমা তারকা জেন্ডায়ার মত, যিনি লুই ভিটঁ-এর মুখ। ভারতীয় ও আন্তর্জাতিক বাজারে তার প্রভাবের বিষয়টি চ্যানেলের পক্ষেও অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।

অনন্যা র এই নতুন পরিচয় শুধু তার ক্যারিয়ারেই নতুন দিগন্ত খুলে দিচ্ছে না, বরং ভারতের ফ্যাশন ও ব্র্যান্ড প্রতিনিধিত্বের ইতিহাসেও নতুন উচ্চতা যোগ করছে।


অনন্যা পাণ্ডের এই ঐতিহাসিক অর্জন নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন