Home চট্টগ্রাম হাটহাজারীতে উলটপুরাণ: বাদ পড়লেন আনিসুল মাহমুদ

হাটহাজারীতে উলটপুরাণ: বাদ পড়লেন আনিসুল মাহমুদ

আনিসুল ইসলাম মাহমুদ

 ‘স্বাক্ষর বিভ্রাটে’ কপাল পুড়ল হেভিওয়েট প্রার্থীর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের নির্বাচনী সমীকরণ এক নিমেষেই বদলে গেল। দীর্ঘদিনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির হেভিওয়েট নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই নাটকীয় সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্বাক্ষরের অমিল: আইনি ফাঁদে অভিজ্ঞ রাজনীতিক

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে ‘স্বাক্ষর বিভ্রাট’-কে সামনে এনেছেন রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউদ্দীন।

জানা গেছে, হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনে সংরক্ষিত স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এই যান্ত্রিক ত্রুটির কারণে নির্বাচনী মাঠ থেকে ছিটকে গেলেন এই প্রভাবশালী নেতা। তবে তার আইনজীবীদের অভিযোগ—প্রার্থীর প্রস্তাবক ও সমর্থনকারীকে সম্মেলন কক্ষে ঢুকতে বাধা দিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজপথের উত্তাপ ও কড়া পাহারা

আনিসুল ইসলামের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। একদল বিক্ষুব্ধ মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাহারা জোরদার করতে হয়। অভিজ্ঞ এই নেতার মনোনয়ন বাতিল হওয়ার খবর ছড়িয়ে পড়লে হাটহাজারীর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্বতন্ত্রদের লড়াই ও বিএনপির ভাগ্যোদয়

একই দিনে কপাল পুড়েছে বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক ও শাকিলা ফারজানার। ১ শতাংশ ভোটারের সই জাল থাকার অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে, এই আসন থেকে এককভাবে স্বস্তিতে আছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, যার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

হাটহাজারীর নতুন সমীকরণ:

প্রার্থীর নাম দল/অবস্থান বর্তমান অবস্থা
আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি বাতিল (স্বাক্ষর বিভ্রাট)
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিএনপি বৈধ
শাকিলা ফারজানা স্বতন্ত্র (বিএনপি ঘরানা) বাতিল (ভোটার তালিকায় গরমিল)
এস এম ফজলুল হক স্বতন্ত্র (বিএনপি ঘরানা) বাতিল (ভোটার তালিকায় গরমিল)

দীর্ঘদিন পর হাটহাজারীর নির্বাচনী ময়দানে রাজনৈতিক মেরুকরণ সম্পূর্ণ পাল্টে গেল। হেভিওয়েট প্রার্থীদের বিদায় এবং আইনি মারপ্যাঁচে নির্বাচনী লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করবেন কি না, তা নিয়ে চলছে জোর গুঞ্জন।