Home Second Lead থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল:

থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল:

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল

 অস্থির রাজনীতিতে নতুন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাংককে শুক্রবার অনুষ্ঠিত ভোটে অভিজ্ঞ রাজনীতিক আনুতিন চার্নভিরাকুল থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ভুমজাইথাই দলের নেতা আনুতিন ৩১১ ভোট পেয়ে সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, যা ৪৯২ সক্রিয় সংসদ সদস্যের মধ্যে প্রয়োজনীয় ২৪৭ ভোটের চেয়ে অনেক বেশি। এখন রাজা মহা বাজিরালংকর্নের আনুষ্ঠানিক নিয়োগ পাওয়ার পর কয়েক দিনের মধ্যে তিনি সরকার গঠন করবেন।

এই নির্বাচনের মাধ্যমে দেশটির রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হলেও এর পেছনে রয়েছে গভীর সংকট। গত সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী প্যাথংতার্ন শিনাওয়াত্রাকে আদালত পদচ্যুত করে। প্রতিবেশী কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে রাজনৈতিকভাবে সংবেদনশীল এক টেলিফোন আলাপ তার বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ আনে। এই বিতর্ক থেকে শুরু হয় রক্তক্ষয়ী পাঁচ দিনের সংঘাত, যা থাই রাজনীতির অস্থিরতা আরও স্পষ্ট করে তোলে।

আনুতিন ভোটের সময় তার আত্মবিশ্বাসী আচরণে সমর্থক ও সহকর্মীদের সঙ্গে ছবি তুলেছেন এবং ঐতিহ্যবাহী ‘ওয়াই’ শুভেচ্ছা বিনিময় করেছেন। ফলাফল ঘোষণার পর সংসদ কক্ষে করতালিতে মুখর হয়ে ওঠে। তার এ জয় প্রমাণ করে যে তিনি শুধু নিজের দল নয়, বরং বিরোধী ও নিরপেক্ষ অংশকেও সঙ্গে টানতে পেরেছেন।

তবে চ্যালেঞ্জ এখনো বহাল। সাম্প্রতিক সংঘাতের পর নিরাপত্তা পরিস্থিতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং নৈতিকতা ইস্যুতে আদালতের কঠোর নজরদারি—সব মিলিয়ে আনুতিনকে জটিল বাস্তবতায় শাসনভার নিতে হচ্ছে। তার দল ভুমজাইথাই দীর্ঘদিন ধরেই গ্রামীণভিত্তিক সমর্থনের ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু জাতীয় পর্যায়ে নেতৃত্ব টিকিয়ে রাখতে হলে তাকে অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজনৈতিক সংস্কার ও কূটনৈতিক স্থিতিশীলতার সমাধান খুঁজতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, থাইল্যান্ডের বারবার নেতৃত্ব পরিবর্তনের ধারা দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করছে। আনুতিন আপাতত বড় জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদে তিনি রাজনৈতিক স্থিতি আনতে পারবেন কি না, সেটিই এখন প্রধান প্রশ্ন।