আন্তর্জাতিক ডেস্ক: গুজরাটের ভাদোদরা জেলায় মহিসাগর নদীর উপর নির্মিত গম্ভীরা সেতু বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দুর্ঘটনাটি ঘটে ভাদোদরার পাদরা ও মুজপুর এলাকার সংযোগকারী সড়কে। ধসে পড়া অংশ দিয়ে কয়েকটি যান চলাচল করছিল। হঠাৎ একাংশ ধসে পড়লে নিচে নদীতে গাড়িসহ পড়ে যায় যাত্রীরা। প্রশাসনের পক্ষ থেকে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
জানা গেছে, গম্ভীরা সেতুটি ১৯৮৫ সালে নির্মিত হয়েছিল। দীর্ঘদিন ধরে এটি কোনো বড় ধরনের সংস্কারের আওতায় আসেনি। সম্প্রতি ভারী বর্ষণের কারণে নদীর প্রবাহ বেড়ে যাওয়ায় পিলারগুলোর নিচের মাটি সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ভাদোদরার জেলাশাসক, পাদরা থানার পুলিশ, এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুজরাট রাজ্য সরকার ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল এবং একাধিকবার মেরামতের দাবি জানানো হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ) সেতু ধসের জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে গুজরাটের মোরবি এলাকায় একটি সাসপেনশন ব্রিজ ধসে ১৪০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।