বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশ করেন ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
ওই কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। সেখানে ঢুকে পড়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানান, প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তিনি বলেন, “আমি জহুরুল হক হল কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না, খোঁজ নিচ্ছি। তবে এখন থেকে আর কাউকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।”
অভিযোগ অস্বীকার করে আবিদুল ইসলাম খান বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছিলেন। পরে সকাল ১০টার দিকে কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভোটটা আমরা উদযাপন করতে চাই। অভিযোগ করার কোনো ইচ্ছা নেই।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো কার্ডের ব্যবস্থা না থাকায় মেয়েদের হলে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেন আবিদুল। তবে কিছু সময় পর শামসুন নাহার হলের ভোটকেন্দ্রের সামনে তাকে দেখা যায়, যেখানে শিক্ষার্থীরা তার উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন।
শুধু প্রার্থীই নন, ছাত্রদল প্যানেলের কয়েকজন কর্মীকেও ভোটকেন্দ্রের আশপাশে লিফলেট বিতরণ করতে দেখা গেছে। তারা জানান, শিক্ষার্থীরা যেন ব্যালট নম্বর মনে রাখতে পারেন, সে জন্যই এসব লিফলেট বিতরণ করছেন।
উল্লেখ্য, সকাল ৮টায় শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ভিপি পদে আছেন ৪৫ জন। ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯।