Home বিনোদন ‘আবির গুলাল’ ছবির মুক্তি আটকে গেল, বিতর্কে ফাওয়াদ খান

‘আবির গুলাল’ ছবির মুক্তি আটকে গেল, বিতর্কে ফাওয়াদ খান

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ ডেস্ক:কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার রেশ এখন বলিউডেও। সেই ঘটনার পরই ভারত সরকার কড়া পদক্ষেপ হিসেবে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ করা ছবির মুক্তি স্থগিত করেছে। প্রথম শিকার হয়েছে আসন্ন হিন্দি ছবি ‘আবির গুলাল’, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান এবং বলিউড অভিনেত্রী বাণী কাপুর।

ছবিটি ২০২৫ সালের ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল ভারতের প্রেক্ষাগৃহে। কিন্তু কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছবির মুক্তির উপর স্থগিতাদেশ জারি করেছে। পাশাপাশি, ফেডারেশন অফ ইস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িস (FWICE)-ও প্রকাশ্যে এর বিরোধিতা করেছে। ফেডারেশনের দাবি, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এমন সিদ্ধান্ত জরুরি।

এই অবস্থায় ছবি প্রদর্শনে অনীহা প্রকাশ করেছে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও হল মালিকরাও। তাঁদের বক্তব্য, এই পরিস্থিতিতে দর্শক হলে এসে এই ছবি দেখবেন না, এমন ধারণা থেকেই তারা সিদ্ধান্ত নিচ্ছেন।

তবে অভিনেতা ফাওয়াদ খান নিজে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি এক বিবৃতিতে জানান, সন্ত্রাসবাদকে কোনওভাবেই সমর্থন করা যায় না এবং নিরপরাধ মানুষের উপর হামলা অত্যন্ত লজ্জাজনক।

ফাওয়াদ খানকে শেষবার বলিউডে দেখা গিয়েছিল ২০১৬ সালে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ। সেবারও ভারত-পাক সম্পর্ক খারাপ হওয়ায় পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়। অনেক বছর পর যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তখনই ‘আবির গুলাল’-এর মতো প্রজেক্টে তিনি ফিরেছিলেন। কিন্তু কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাস আবার সেই সম্পর্কের উষ্ণতা ম্লান করে দিল।