Home বিনোদন বাধা পেরিয়ে বিদেশে মুক্তি পাচ্ছে ফওয়াদ খানের ‘আবির গুলাল’

বাধা পেরিয়ে বিদেশে মুক্তি পাচ্ছে ফওয়াদ খানের ‘আবির গুলাল’

বিনোদন ডেস্ক: বলিউডে ফওয়াদ খানকে ফের দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে সেই প্রত্যাশায় বাধা হয়ে দাঁড়ায় পহেলগাঁও কাণ্ড। পাকিস্তানি অভিনেতার ছবি ‘আবির গুলাল’-এর মুক্তি আটকে যায়, শুরু হয় তীব্র বিতর্ক। ওই ঘটনার পর ভারতে ফের নিষিদ্ধ করা হয় পাকিস্তানি শিল্পীদের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহু বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে—তবে ভারতের বাইরে।

ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ আগস্ট একাধিক দেশে। কিন্তু ভারতীয় দর্শকরা প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে পাবেন না। পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনই এর মূল কারণ। ছবিতে ফওয়াদের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর, যিনি এই ঘটনার পর কটাক্ষের শিকার হয়েছিলেন। যদিও বাণী ও ফওয়াদ দুজনেই প্রকাশ্যে পহেলগাঁও কাণ্ডের নিন্দা জানিয়েছিলেন।

প্রথমে ছবিটি মুক্তির তারিখ ছিল ৯ মে। কিন্তু মুক্তির ঠিক আগে, ২২ এপ্রিল ঘটে পহেলগাঁও কাণ্ড, যার ফলে ‘আবির গুলাল’ থেমে যায়। বিদেশি দর্শকদের জন্য ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেও ভারতীয় প্রেক্ষাগৃহে তা দেখা যাবে না।

একই কারণে মুক্তি আটকে গেছে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সর্দারজি ৩’-এরও। এই ছবিতে ছিলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, যার ফলে ছবিটি ভারতে আলোর মুখ দেখেনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। সেই সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করলেও এরপর আর কোনো হিন্দি ছবিতে দেখা যায়নি ফওয়াদ খানকে। তাই এত বছর পর তাঁর ‘আবির গুলাল’ দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু অন্তত আপাতত সেই সুযোগ ভারতীয় দর্শকেরা পাচ্ছেন না।