Home আইন-আদালত প্রশ্নফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর মোড়: দুদকের জালে আবেদপুত্র সিয়াম

প্রশ্নফাঁস কাণ্ডে চাঞ্চল্যকর মোড়: দুদকের জালে আবেদপুত্র সিয়াম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
গ্রেপ্তারের বিস্তারিত
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ জানান, দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে একটি দল সিয়ামকে গ্রেপ্তার করে। সিয়ামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গত বছরের জানুয়ারি মাসে তার বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছিল দুদক।
পরিবারের বিরুদ্ধে মামলার পাহাড়
আবেদ আলী জীবন ও তার পরিবারের বিরুদ্ধে দুদক মোট তিনটি মামলা করেছে। তদন্তে উঠে আসা তথ্যানুযায়ী তাদের সম্পদের হিসাব নিচে সংক্ষেপে দেওয়া হলো:
  • সৈয়দ আবেদ আলী: তার বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তে দেখা গেছে, তার ১২টি ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।
  • শাহরিন আক্তার শিল্পী (আবেদ আলীর স্ত্রী): তার বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ব্যাংক হিসাবেও কোটি টাকার ওপরে সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে।
  • সৈয়দ সোহানুর রহমান সিয়াম: তার বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা চলমান ছিল, যার ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করা হলো।
তদন্তের প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা
দুদকের মহাপরিচালক আক্তার এর আগে জানিয়েছিলেন, আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের এই বিপুল পরিমাণ অর্থ মূলত ‘দুর্নীতি ও ঘুষের’ মাধ্যমে অর্জিত। ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তারা অর্থের উৎস গোপন করার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, পিএসসির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে গত বৃহস্পতিবার আদালত সৈয়দ আবেদ আলীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে। রিমান্ডে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সিয়ামকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুদক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সিয়ামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে।