Home বিনোদন মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রেমিকা গৌরির হাত ধরে আমির খান

মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে প্রেমিকা গৌরির হাত ধরে আমির খান

বিনোদন ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম) ২০২৫-এর ১৬তম আসর। বলিউড তারকা আমির খান ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভারতীয় সংস্কৃতির প্রতীক এই রীতির মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজ দেশের ঐতিহ্যকে সম্মান জানান।

এদিন লাল গালিচায় সবচেয়ে বেশি নজর কাড়ে আমিরের আগমন—প্রেমিকা গৌরি স্প্র্যাটকে হাত ধরে উৎসবস্থলে প্রবেশ করেন তিনি। কালো ভেলভেটের বান্ধগলা পোশাকে ছিলেন আমির, আর গৌরি ছিলেন নীল সালওয়ার-কামিজে দৃষ্টিনন্দন। ভিড়ের মধ্যে দিয়ে গৌরির হাত ধরে ধীরে ধীরে লাল গালিচা অতিক্রম করেন অভিনেতা, এবং অতিথি ও গণমাধ্যমকর্মীদের উষ্ণ অভিবাদন জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের আগে আমির জুতা খুলে সম্মান প্রদর্শন করেন। পরে তিনি উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র বাক্শো বন্দি পরিচয় করিয়ে দেন। চলচ্চিত্রটির প্রধান অভিনয়শিল্পী তিলোত্তমা সোম ও নির্মাতা-অভিনেতা জিম সার্ভহও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৪ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক উৎসব, যেখানে নির্মাতা, শিল্পী ও চলচ্চিত্রপ্রেমীরা মিলিত হবেন এক উৎসবমুখর পরিবেশে।

উদ্বোধনী বক্তব্যে আমির বলেন,“ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন উদ্বোধন করতে পারা আমার জন্য গর্বের। অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল, অবশেষে সুযোগ পেলাম। আমার সহকর্মীরা সবসময় বলতেন, এখানে যে উষ্ণ অভ্যর্থনা মেলে, সেটি আজ আমি নিজেই অনুভব করছি। বাক্শো বন্দি ও উৎসবে প্রদর্শিত সব চলচ্চিত্রের জন্য রইল শুভকামনা।”

আমির ও গৌরি সম্পর্কে
আমির খান এবং গৌরি স্প্র্যাটের সম্পর্কের খবর তারা প্রকাশ্যে নিশ্চিত করেন অভিনেতার ৬০তম জন্মদিনে। এর আগে আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত, যাদের দুই সন্তান—জুনাইদ ও ইরা। ২০০৪ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন, তাদের এক ছেলে আজাদ রয়েছে।