Home বিনোদন আমিশার চোখে বলিউড: কেউ বন্ধু, কেউ রক্ষাকবচ, কেউ কুল

আমিশার চোখে বলিউড: কেউ বন্ধু, কেউ রক্ষাকবচ, কেউ কুল

আমিশা প্যাটেল। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: বলিউডে তারকাদের পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি রয়েছে বন্ধুত্ব, সহানুভূতি এবং ব্যক্তিগত স্নেহের গভীর সম্পর্ক। সম্প্রতি চিত্রনায়িকা আমিশা প্যাটেল একটি সাক্ষাৎকারে তাঁর বলিউড সহ-অভিনেতাদের সঙ্গে পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কের কথাগুলো অত্যন্ত উষ্ণতা ও আন্তরিকতার সঙ্গে প্রকাশ করেছেন।

বিশেষ করে সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলতে গিয়ে আমিশা বলেন, “সঞ্জু সবসময়ই একজন রক্ষাকবচের মতো ছিলেন আমার জীবনে। আমি তাঁকে একজন প্রতিরক্ষামূলক ব্যক্তি হিসেবে দেখি, যিনি নিজের ঘনিষ্ঠদের পাশে থাকেন সবসময়।”

সঞ্জয় দত্ত এবং তাঁর স্ত্রী মান্যতা দত্ত যমজ সন্তানের আগমন উপলক্ষে যে বেবি শাওয়ার আয়োজন করা হয়েছিল, তার আয়োজক ছিলেন আমিশা নিজেই। তিনি বলেন, “আমি জানতাম না মান্যতা একটি ছেলে এবং একটি মেয়ের জন্ম দেবেন। কিন্তু এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমি গর্বিত ছিলাম। সঞ্জুর দুই বোনও এসেছিলেন। সেই মুহূর্তটা ছিল পারিবারিক এবং আবেগঘন।”

আমিশা আরও জানান, সন্তান জন্মের পর সঞ্জয় ও মান্যতা যেভাবে অতিথিদের উপহার হিসেবে পবিত্র কোরআন এবং গীতার কপি দিয়েছিলেন, তা তাঁকে ভীষণভাবে নাড়া দেয়। “শাহরান এবং ইকরার মা মুসলিম, আর বাবা হিন্দু। তাই সন্তানের জন্মে তাঁরা ধর্মীয় দুটি পবিত্র গ্রন্থ পাঠিয়েছিলেন উপহার হিসেবে। এটা এক অসাধারণ বার্তা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সন্তানদের মানুষ করার এক অনন্য নজির।”

সাক্ষাৎকারে আমিশা হৃতিক রোশন এবং সুজান খান-এর সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “হৃতিকের বিবাহবিচ্ছেদ হলেও, তিনি এবং সুজান সুন্দরভাবে সন্তানের সহ-অভিভাবকত্ব করছেন। তারা এখনো একে অপরের বন্ধু, এটা খুবই ইতিবাচক দৃষ্টান্ত।”

অন্যদিকে, সলমান খান সম্পর্কে এক মজার মন্তব্য করেন তিনি। “সলমানকে আমি বিয়ে করতে দেখতে চাই না! সে যেমন আছে, তেমনই কুল। ওর এই স্বাধীনতাকে আমি শ্রদ্ধা করি।”

পেশাগত দিক থেকে, আমিশা প্যাটেলকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর ২’-তে, যেখানে তিনি আবারও সানি দেওলের বিপরীতে সাকিনা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন বলিউডে নতুন আলোচনার জন্ম দেয়।

আমিশা প্যাটেলের সাক্ষাৎকারটি বলিউডের আড়ালের সম্পর্কগুলোর এক উষ্ণ চিত্র তুলে ধরেছে যেখানে তারকারা শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও একে অপরের পাশে থাকেন, গড়ে তোলেন সম্মান ও ভালোবাসার বন্ধন।