বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রংপুর নগরীতে। বৃহস্পতিবার সকালে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এ সভার আয়োজন করে রংপুর চেম্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি ইমদাদুল হোসেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার। কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও নির্বাচিত সরকারের অধীনেই আগ্রহ দেখান। বর্তমানে নির্বাচনের অনিশ্চয়তা থাকায় অনেকেই তাদের বিনিয়োগ স্থগিত রেখেছে।
তিনি আরও বলেন, দেশে দীর্ঘদিন ধরে একটি নির্বাচিত সরকার না থাকায় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশ পিছিয়ে যাচ্ছে। নির্বাচিত সরকার থাকলে জনগণের কাছে জবাবদিহিতা থাকে। আর সেই জবাবদিহিতার ভিত্তিতেই দেশ এগিয়ে যেতে পারে।
আমীর খসরু মন্তব্য করেন, বিএনপি একটি ব্যবসাবান্ধব রাজনৈতিক দল। তবে এই ব্যবসাবান্ধব পরিবেশ দুর্নীতি, লুটপাট ও পাচারের রাজনীতির সঙ্গে সহাবস্থান করতে পারে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, শেয়ারবাজার ও ব্যাংক খাত লুট করেছে, মেগা প্রকল্পের নামে দুর্নীতি করেছে—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দেশের অর্থনীতিকে উন্মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি শক্তিশালী ট্রেডিং হাব, যা সার্বক্ষণিক খোলা থাকবে। এই বার্তা বিশ্বকে যেমন দেওয়া হচ্ছে, একইভাবে দেশের ব্যবসায়ীদেরও প্রস্তুত হতে হবে। কারণ বাংলাদেশ এখন পরিবর্তনের পথে হাঁটছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল হাবিব দুলু। তিনি বলেন, রংপুর বিভাগ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে শিল্পায়ন, বিনিয়োগ ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে এ অঞ্চলের টেকসই উন্নয়ন হবে না। এজন্য একটি কেন্দ্রিক ও সমন্বিত পরিকল্পনা জরুরি।
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. জিয়াউদ্দিন হায়দারসহ রংপুর বিভাগের আট জেলার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্যোক্তা, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রংপুরের উন্নয়ন শুধু অর্থনৈতিক নয়, এটি একটি রাজনৈতিক বিষয়। টেকসই ও ন্যায্য উন্নয়নের জন্য দরকার রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা। রংপুর অঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতি, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, রেল ও সড়ক যোগাযোগ উন্নয়ন এবং বিদ্যুৎ ও গ্যাস সুবিধা সম্প্রসারণের বিষয়েও জোর দাবি ওঠে।
চেম্বার সভাপতি ইমদাদুল হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোকে রংপুরের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে নয়, বরং সেগুলোর বাস্তবায়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
সভা শেষে মতামত গ্রহণ পর্বে ব্যবসায়ী ও উদ্যোক্তারা তাদের প্রত্যাশা ও সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, রংপুর বিভাগের অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া এই অঞ্চলে প্রকৃত শিল্পায়ন ও কর্মসংস্থান সম্ভব নয়।