
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।” শনিবার (২৮ জুন) সকালে সিলেট শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি খাত এখন সবচেয়ে সম্ভাবনাময়। ন্যূনতম এসএসসি পাস তরুণদের জন্যও আইটি সেক্টরে চাকরির সুযোগ তৈরি করা হবে। দেশের প্রতিটি অঞ্চল থেকে এই খাতে কর্মী নিয়োগ করা হবে।”
অর্থনীতি ও ব্যবসার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে বিএনপির অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, “ব্যবসাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। দেশে একটি ফ্যাসিস্টমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে ব্যবসায়ীরা মুক্তভাবে কাজ করতে পারবেন। আমরা ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতিমালা বাস্তবায়ন শুরু করব। একদিনেরও দেরি হবে না।”
কৃষিখাতে বিদেশি রপ্তানি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে। কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়া হবে।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, “গত ১৭ বছরে বাংলাদেশে যে অর্থনৈতিক সৃজনশীলতা ছিল তা ধ্বংস করে দেওয়া হয়েছে। আগের ধাঁচের রাজনীতি আর চলবে না, দেশের মানুষের মানসিকতা পাল্টে গেছে। নতুন বাস্তবতায় ব্যবসা ও রাজনীতির সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সিবেব সভাপতি ফজলুল হক। আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ শীর্ষ স্থানীয় নেতারা।
- আপনার মতামত জানান, প্রতিবেদনটি শেয়ার করুন এবং মন্তব্য করতে ভুলবেন না!