Home চট্টগ্রাম জনগণের মালিকানা ফিরে পাওয়ার নির্বাচন এটি: আমীর খসরু

জনগণের মালিকানা ফিরে পাওয়ার নির্বাচন এটি: আমীর খসরু

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষা শেষে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “জনগণ আজ উৎফুল্ল। এই নির্বাচনের মাধ্যমেই তারা রাষ্ট্রের ওপর নিজেদের মালিকানা ফিরে পাচ্ছে।”

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার চরবস্তি, বিজয়নগরসহ বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ও নাগরিক অধিকারের নিশ্চয়তা

আমীর খসরু বলেন, একটি নির্বাচিত সরকার জনগণের কাছে স্বচ্ছ ও জবাবদিহি করতে বাধ্য থাকে। গত ১৫ বছরে মানুষ যে নিরাপত্তাহীনতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট হয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ একটি গণতান্ত্রিক সরকার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচনের পর মানুষ নির্ভয়ে স্বাভাবিক জীবনযাপন ও নাগরিক অধিকার ফিরে পাবে।

ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে হুঁশিয়ারি

পোস্টাল ভোট ও নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্কের প্রসঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন:

জনগণের আস্থা অর্জন করুন: অন্য কোনো পন্থায় নয়, জনগণের কাছে গিয়ে তাদের আস্থা অর্জন করাই হলো গণতন্ত্র।

ইঞ্জিনিয়ারিং টেকে না: শেখ হাসিনা ভোট ইঞ্জিনিয়ারিং করেও টিকতে পারেননি। যারা আবারও একই পথ খুঁজছেন, তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।

প্রতিহতের ঘোষণা: যারা নির্বাচন বানচাল করতে চায় বা কারচুপির চেষ্টা করবে, দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব দেবে।

গণসংযোগে জনজোয়ার

পতেঙ্গার বিভিন্ন এলাকায় আমীর খসরুর এই গণসংযোগে সাধারণ মানুষ, নারী ও তরুণ ভোটারদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নূরুল আফসার, মো. ইসমাইল, আব্দুস সাত্তারসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বিগত সরকারের অপশাসন থেকে মুক্তি পেতে এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ধানের শীষের বিকল্প নেই বলে তিনি ভোটারদের আশ্বস্ত করেন।