বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদ থেকে আবারও একটি মাছ ধরার ট্রলারসহ সাত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। সোমবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
ট্রলার মালিক ও স্থানীয় জেলেরা জানান, গত তিন দিনে এএ-র হাতে মোট ৩৩ জন জেলে অপহৃত হয়েছেন। চলতি আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত ২০ দিনে ছয়টি ট্রলার-নৌকাসহ ৪০ জন জেলে ধরে নেওয়া হয়েছে। এখনো কাউকেই ফেরানো সম্ভব হয়নি।
ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম কালবেলা জানান, অপহৃত ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার উমর ছিদ্দিক। ট্রলারটিতে মাঝিমাল্লাসহ সাতজন ছিলেন। অপহরণের সময় ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে বিষয়টি তাকে জানান। তিনি বলেন, “জেলেরা মাছ শিকার শেষে শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে পৌঁছালে এএ-র সদস্যরা স্পিডবোটে এসে তাদের ধাওয়া করে আটক করে। পরে ট্রলার ও জেলেদের মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যাওয়া হয়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “কয়েক দিন ধরে আরাকান আর্মির সদস্যরা সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করছে। গত তিন দিনে চারটি ট্রলারসহ ৩৩ জন জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
স্থানীয় জেলে ও ট্রলার মালিকরা নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি মোট ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় ১৮৯ জন জেলে ও ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনা সম্ভব হয়েছে।