বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: বিএনপির চেয়ারপারসানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন—ইনহতেছেন নির্বাচনে দল তাকে সংসদ সদস্য করলে সিলেট-১ আসন দিতে হবে, নচেৎ তাকে সিটি মেয়র হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মেজরটিলা অঞ্চলে বির্তিত লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশে এ বক্তব্য রাখেন।
সমাবেশে আরিফুল হক বলেন, “আমার দলের চেয়ারম্যানকে আমি এটা বলেছি—নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য দেন, তাহলে সিলেট-১ দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে এ এলাকায় মেয়র হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আমি এটা বলছি। না হলে আমাকে বলতে হবে, আপনাকে দিয়ে হবে না; আমি ‘আসসালামু আলাইকুম’। মধ্যখানে কোনো কিছু থাকবে না।”
তিনি স্পষ্ট করেননি যে দলীয় চেয়ারপারসনের সঙ্গে এ বিষয়ে তার কথোপকথন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিল না কি তারেক রহমানের সঙ্গে; তবে সম্প্রতি তিনি লন্ডন থেকে ফিরে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বলে জানান।
আরিফুল হক আরও বলেন, “আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত বিভিন্নভাবে চলে, চলুক। নিয়ত সাফ করে কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনও স্থির করে নিই নাই।” তিনি স্থানীয় নেতৃত্ব ও সমর্থকদের উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ারি দেন—তাদের নাম মুখে আনলে পাল্টা ব্যবস্থা নেবেন বলেও সতর্ক করেছেন।
সমাবেশে জেলা ও মহানগর বিএনপির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন—জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।
স্থানীয় সড়ক ও রেল যোগাযোগের দুরবস্থার প্রসঙ্গ টেনে আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, সিলেট-ঢাকা যোগাযোগে গত ১৭ বছরে উন্নয়নের তুলনায় অবনতি হয়েছে—কয়েক ঘণ্টা লাগা পথ এখন ১২-১৫ ঘন্টা লাগে। তিনি বলেন, “এই অবস্থা চলতে দেওয়া যাবে না” এবং দ্রুত যোগাযোগব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর প্রতিবাদ–আন্দোলনের হুমকি দেন।
রেল ও সড়কের alongside তিনি বিমানযাত্রীর ওপর ভাড়া বৃদ্ধিরও তীব্র নিন্দা করেন। বলেন, “রাস্তাঘাট দুরবস্থা, রেলের বগি-কম্পার্টমেন্ট নেই—এসব সুযোগে বিমান ভাড়া চার হাজার থেকে বারো হাজার করা হচ্ছে। বিমান কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে জনগণ ব্যবস্থা নেবে।” তিনি দাবি করেন, ঢাকা-সিলেট রুটে অস্থায়ীভাবে বিশেষ দুটি ট্রেন ও নতুন কম্পার্টমেন্ট বরাদ্দ দিতে হবে এবং টিকিটবাজারের অবৈধদাবি রুখতে জনগণ সজাগ থাকবে।
আরিফুল হক চৌধুরী আরও জানান, স্থানীয়ভাবে জমিদখল, চাঁদাবাজি ইত্যাদি নিয়ে জনগণের কাছে অভিযোগ পৌঁছালে তিনি ও তার দল তদারকি করবেন এবং উল্লিখিত সন্ত্রাসী, দখলদারদের বিরুদ্ধে কঠোর হতে বলছেন।
সংবাদ সংকলনকালে আরিফুলের এসব ভাষণের প্রতি রাজনৈতিক মনোভাব কেমন প্রতিক্রিয়া দেবে তা মেলেনি; দলীয় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সিলেট-১ আসন নিয়ে দলীয় সিদ্ধান্ত প্রকাশিত হয়নি।
- “শেয়ার করুন যদি আপনি মনে করেন সিলেটের উন্নয়নের বিষয়টি সময় মতো ঠিক করা দরকার।”
- “মন্তব্যে জানান, আপনি কি আরিফুল হকের দৃষ্টিভঙ্গি সমর্থন করেন?”