Home বিনোদন ফের বিপাকে শাহরুখ-পুত্র?

ফের বিপাকে শাহরুখ-পুত্র?

বিনোদন ডেস্ক:  ফের আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন বলিউড তারকা শাহরুখ খান ও তার ছেলে আরিয়ান খান। সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে নেটফ্লিক্স ও শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

বুধবার দিল্লি হাই কোর্ট এ মামলায় নেটফ্লিক্স ও রেড চিলিজের বিরুদ্ধে সমন জারি করেছে। অভিযোগ উঠেছে, সিরিজটিতে এনসিবির প্রাক্তন কর্মকর্তা ওয়াংখেড়ের আদলে একটি চরিত্র তৈরি করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।

আদালতে ওয়াংখেড়ের আইনজীবী জানান, মামলায় সংশোধনের জন্য একটি আবেদন দাখিল করা হয়েছে। সমীর ওয়াংখেড়ে আদালতকে বলেন, “এই সিরিজ মুক্তির পর থেকে আমাকে, আমার স্ত্রী ও বোনকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও পোস্ট করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তরা হয়তো সরাসরি এসব সমর্থন করছেন না, কিন্তু প্রভাব তো পড়ছেই।”

বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব বলেন, “আপনার আদালতে আসার যথেষ্ট কারণ আছে, তবে সব কিছুই নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে করতে হবে।” আদালত মামলার অন্তর্বর্তীকালীন আদেশ সংক্রান্ত পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আগামী ৩০ অক্টোবর

এর আগে গত ২৬ সেপ্টেম্বর একই মামলার শুনানিতে দিল্লি হাই কোর্ট ওয়াংখেড়েকে জানায় যে তার আবেদন “দিল্লিতে গ্রহণযোগ্য নয়” এবং সেটি সংশোধন করার নির্দেশ দেয়।

এই মামলার ফলে শাহরুখ ও আরিয়ান পরিচালিত সিরিজকে ঘিরে নতুন করে বিতর্কের আগুন জ্বলতে শুরু করেছে বলিউডে।