আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে ইহুদি ধর্মাবলম্বীদের নিয়ে বুধবার প্রার্থনা সভা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইটামার বেন গাভির। অনুষ্ঠানে তিনি যুদ্ধজয়ের দাবি করেন, যা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়। সৌদি আরব, জর্ডনসহ একাধিক দেশ গাভিরের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের অন্তর্গত পূর্ব জেরুজালেম আসলে ইসরায়েল অধিকৃত এলাকা। সেখানেই অবস্থিত ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান আল-আকসা মসজিদ। একই প্রাঙ্গণেই রয়েছে ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মস্থান টেম্পল মাউন্ট। এই ‘স্পর্শকাতর’ এলাকা ঘিরে অতীতেও বহুবার সংঘাত ছড়িয়েছে ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে। ২০২০ সালে মসজিদের দখল নিয়ে ইসরায়েলি বাহিনী ও প্যালেস্টাইনি যোদ্ধাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, যেখানে হামাসের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।
সাম্প্রতিক ঘটনার দিনে আল-আকসা প্রাঙ্গণে দাঁড়িয়ে গাভির ঘোষণা দেন, “২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার দুই বছর পূর্তিতে আমরা বিজয় অর্জন করেছি। ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট আর মুসলিমদের কাছে হারাম আল-শরিফ—এই প্রাঙ্গণে ইসরায়েল জয়ের পথে।”
গাভিরের এই বক্তব্য ও উপস্থিতি আরব বিশ্বের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সৌদি আরব অভিযোগ করেছে, ইসরায়েল অবৈধভাবে মুসলমানদের তৃতীয় পবিত্রতম ধর্মস্থান দখলের চেষ্টা করছে। জর্ডনও জানিয়েছে, এমন কর্মকাণ্ড শান্তি প্রক্রিয়াকে আরও বিপন্ন করছে।
এর আগেও, ২০২৩ সালের জানুয়ারিতে আল-আকসা মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন বেন গাভির। তখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওয়েস্ট ব্যাঙ্কের স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ তার ওই সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছিল।
আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান, আর ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট প্রাচীনতম ধর্মীয় প্রতীক। এই ঐতিহাসিক ও ধর্মীয় টানাপোড়েনই বারবার এই অঞ্চলকে অস্থির করে তুলছে।