Home বিনোদন তিন বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদ ঘোষণা করলেন আসিম

তিন বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদ ঘোষণা করলেন আসিম

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় গায়ক আসিম আজহার এবং অভিনেত্রী ও মডেল মীরাব আলীর তিন বছর আগে সম্পন্ন হওয়া বাগদান শেষ পর্যন্ত ভেঙে গেছে। দীর্ঘ সময় ধরে নানা গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে গত ১২ জুন গায়ক আসিম আজহার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে আসিম জানান, ‘অনেক ভাবনা-চিন্তার পর আমরা পরস্পরের সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মাঝে পারস্পরিক শ্রদ্ধা ও পরিবারের প্রতি ভালোবাসা থাকবে আগের মতোই। ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানিয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি।’

২০২২ সালের মার্চ মাসে আসিম ও মীরাবের বাগদান সম্পন্ন হয়েছিল। সেই সময় এটি পাকিস্তানের বিনোদন অঙ্গনে ছিল অন্যতম আলোচিত ঘটনা। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ কয়েক মাসে তারা একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণও করছিলেন না, যা বিচ্ছেদের সম্ভাবনাকে আরও উসকে দেয়।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তারা শান্তিপূর্ণভাবেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মীরাব আলী এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।

গায়ক আসিম আজহার তার সংগীত ক্যারিয়ারে যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি ব্যক্তিজীবনেও তার সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অন্যদিকে, মীরাব আলী নিজেও পাকিস্তানের নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী অভিনেত্রীদের একজন হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন।

এই সম্পর্কের ইতি টানায় ভক্তরা কিছুটা হতাশ হলেও উভয়ের প্রতি শুভকামনা জানিয়েছেন অনেকে।