বিনোদন ডেস্ক: মুম্বাই: বলিউডে অভিনয় জীবন শুরু করা থেকে আজ পর্যন্ত নানা প্রতিকূলতা পেরোতে হয়েছে অভিনেত্রী আহনা কুমরাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেবল ক্যামেরার সামনে নয়, পেছনের জগতে থেকেও কতটা কঠিন পরিস্থিতি সামলাতে হয়—তার একাধিক উদাহরণ উঠে এসেছে।
উত্তরপ্রদেশের লখনউয়ে জন্ম নেওয়া আহনা ২০০৯ সালে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘মাই’-তে প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর বিজ্ঞাপন, নাটক এবং ছোট পর্দার বিভিন্ন সিরিজে কাজ করেছেন। বড় পর্দায় প্রথম পরিচয় হয় ‘সোনা স্পা’ চলচ্চিত্রের মাধ্যমে, নাসিরুদ্দিন শাহের সঙ্গে। পরবর্তীতে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘সালাম ভেঙ্কি’-এর মতো ছবিতে এবং হিন্দি ছাড়াও টুলু ভাষার ছবিতে অভিনয় করেছেন।
তবে বলিপাড়ার বাস্তবতা আহনাকে হতাশ করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বলিউডে আসার পর আমি আলোর নেপথ্যের কঠিন সত্য দেখতে পাই। এতটাই মুষড়ে পড়েছিলাম যে, আত্মহত্যার কথাও ভেবেছি।”
যৌন হেনস্থা ও অস্বস্তিকর পরিস্থিতি
আহনা মিটু আন্দোলনের সময় প্রকাশ্যে অভিযোগ তুলেছেন পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে। তিনি জানান, সাজিদ তাকে বাড়িতে ডেকে অশালীন প্রশ্ন করতেন। আহনা স্পষ্ট করে বলেন, “সাজিদ আমায় স্পর্শ করেননি, তবে অদ্ভুত ধরনের প্রশ্ন করেছিলেন। আমি ভয় পেলেও ধৈর্য রেখেছিলাম এবং বলেছিলাম, আমার মা পুলিশে কাজ করেন—তার পর আর সাহস পায়নি।”
এছাড়া অনির্বাণ ব্লাহের বিরুদ্ধেও অভিযোগ করেছেন আহনা। নায়িকার দাবি, কাজ সংক্রান্ত বোঝাপড়ার নামে হোটেল রুমে সময় কাটানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।
প্রথম কাজেও স্বীকৃতি না পাওয়া
‘মাই নেম ইজ় খান’ ছবিতে কাস্টিং অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করা আহনা কখনও স্বীকৃতি পাননি। তিনি বলেন, “আমি শহরজুড়ে অডিশন দিয়েছি, কিন্তু এই কাজের জন্য কোনো স্বীকৃতি পাইনি। তখন মন ভেঙে গিয়েছিল।”
সম্পর্ক ও গুজব
ছোট পর্দার ‘এজেন্ট রাঘব’ শো-তে সহ-অভিনেতা দানিশ পান্দরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। আহনা স্পষ্ট করে জানিয়েছেন, তাদের বন্ধুত্ব গভীর, কিন্তু প্রেমের সম্পর্ক নেই।
খুনের হুমকি ও হুমকির বিরুদ্ধে প্রতিরোধ
সম্প্রতি খুনের হুমকি পাওয়ায় আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন আহনা। ভোজপুরি অভিনেতা পবন সিংহের অনুরাগীরা নাকি ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আহনা জানান, “আমি অনুষ্ঠান থেকে বের হওয়ার পর খুন এবং ধর্ষণের হুমকি পেয়েছি। আমি হুমকির স্ক্রিনশট নির্মাতাদের পাঠিয়েছি, কিন্তু কেন এমন হচ্ছে, বুঝতে পারছি না।”
তবে পবনের প্রতি কোনও ক্ষোভ নেই, বরং শ্রদ্ধা প্রকাশ করেছেন। আহনা বলেন, “পবনজি ক্ষমা চেয়েছেন এবং আমরা দু’জনেই লখনউয়ের বাসিন্দা। অনেকেই আমার ওপর খারাপ কথা বলেছে, কিন্তু কেউ ক্ষমা চায়নি। এই পরিস্থিতিতেও আমি শান্ত থাকি।”