Home বিনোদন এআই দিয়ে জন্মদিনে ‘অদ্ভুত অতিথি’: আহসান মোহসিন ইকরামের মজার সতর্কবার্তা

এআই দিয়ে জন্মদিনে ‘অদ্ভুত অতিথি’: আহসান মোহসিন ইকরামের মজার সতর্কবার্তা

বিনোদন ডেস্ক: এআই প্রযুক্তির অদ্ভুত দিকটাকে ব্যবহার করে জন্মদিনের এক অভিনব আয়োজন সাজালেন অভিনেতা আহসান মোহসিন ইকরাম। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শেয়ার করলেন একগুচ্ছ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি ছবি—যেখানে তাকে দেখা যাচ্ছে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো বিশ্বনেতাদের সঙ্গে, আবার হলিউড তারকা ব্রিটনি স্পিয়ার্স, কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, টম ক্রুজ এবং রেসলার-অভিনেতা জন সিনার মতো সেলিব্রিটিদের সাথে দাঁড়িয়ে।

প্রতিটি ছবির সঙ্গে ইকরাম জুড়ে দিয়েছেন রসিক ক্যাপশন। যেমন, ট্রাম্প ও পুতিনের সাথে তোলা ছবিতে লিখেছেন, “কিছু বন্ধু জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে।” ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে ছবি দিয়ে মজার ছলে লেখেন, “Hit me baby one more time-ও আমাকে দেখতে এলো।” কিম ও কাইলির ছবিতে লিখেছেন, “কাইলি আর কিম-ই শো চুরি করে নিল।”

টম ক্রুজের ছবি দিয়ে মন্তব্য, “কেউ একটু দেরি করে হাজির হলো।” আর জন সিনার ছবি ঘিরে মজার মন্তব্য, “জন সিনা বলেছিল তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু আমি তাকে দেখেছি, তুমিও দেখতে পাচ্ছো।”

সবচেয়ে আলোচিত পোস্টটি ছিল ট্রাম্প, পুতিন ও শি জিনপিংকে পেছনে লাফাতে দেখা যাওয়ার ছবি। সেটির ক্যাপশন: “সৌদি প্রতিরক্ষা চুক্তিতে সই করার পর পাকিস্তানিরা।”

তবে শুধু মজা নয়, ইকরাম এই পোস্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন। অন্য একটি স্টোরিতে লিখেছেন, “এআই মজার হলেও বিপজ্জনকও হতে পারে। এই ব্যঙ্গাত্মক পোস্টগুলো কেবল সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য যে, ইন্টারনেটে যা দেখছো সব সত্য নয়। যাচাই করা জরুরি—কোনটা সত্য আর কোনটা ভুয়া।”

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গেছে এআই-ভিত্তিক নানা পরীক্ষায়। কেউ শেয়ার করছেন নিজেদের তরুণ বয়সের এআই সংস্করণ, কেউ আবার তারকাদের পাশে কৃত্রিম ছবি বসাচ্ছেন। দেখতেও মজার হলেও এ নিয়ে নৈতিক প্রশ্ন উঠছে—কারণ যেসব তারকার ছবি ব্যবহার করা হচ্ছে, তাদের সম্মতি ছাড়াই এসব তৈরি হচ্ছে। পাশাপাশি পরিবেশগত প্রভাব নিয়েও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কারণ এআই ব্যবহারে প্রচুর শক্তি ব্যয় হয়।

মোহসিন ইকরামের এই উদ্যোগ তাই ভক্তদের যেমন হাসিয়েছে, তেমনি এক গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে—ডিজিটাল দুনিয়ায় ভুয়া আর আসল আলাদা করতে সংশয় ও যাচাই দুটোই জরুরি।