Home Third Lead জাতিসংঘ সদর দফতরে ইউনূস-বঙ্গা বৈঠক

জাতিসংঘ সদর দফতরে ইউনূস-বঙ্গা বৈঠক

নির্বাচনী রূপান্তর, সংস্কার ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা

বিজনেসটুডে২৪ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, কাঠামোগত অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক সহযোগিতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রাধিকারমূলক নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় প্রধান গুরুত্ব পায় আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, রাজস্ব ও ব্যাংক খাতের সংস্কার, চট্টগ্রাম বন্দর আধুনিকায়ন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং এশিয়ার তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান রাজনৈতিক সম্পৃক্ততা। পাশাপাশি কয়েক বিলিয়ন ডলার চুরি হওয়া জাতীয় সম্পদ পুনরুদ্ধারের জরুরি প্রয়োজনীয়তা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

অজয় বঙ্গা প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, গত ১৪ মাসে তাঁর কার্যকর ভূমিকা বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি জোর দিয়ে বলেন, “বলিষ্ঠ সংস্কার ছাড়া টেকসই উচ্চ প্রবৃদ্ধি সম্ভব নয়।” বঙ্গা আশ্বাস দেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।

জবাবে প্রফেসর ইউনূস বিশ্বব্যাংকের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জাতির ইতিহাসের এক সংকটময় সময়ে এ সহায়তা বাংলাদেশকে সঠিক পথে রাখছে।” তিনি বিশ্বব্যাংককে চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার, চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণ ও পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যকেও সরাসরি উপকৃত করবে। এর মাধ্যমে লাখো মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আঞ্চলিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে অজয় বঙ্গা আরও বলেন, বাংলাদেশের ব্যাংকিং ও রাজস্ব খাতের কাঠামোগত সংস্কার অপরিহার্য। এসব সংস্কারই আগামী দিনের প্রবৃদ্ধিকে টেকসই ও শক্ত ভিত্তি দেবে।

উচ্চপর্যায়ের এ বৈঠকে প্রধান উপদেষ্টার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।