বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রামগড়: রামগড় পৌর এলাকায় লাইসেন্সবিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট ইটভাটা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রামগড় পৌরসভার ৮ নং ওয়ার্ডের ফেনীরকুল ও সোনাইপুল এলাকায় আইন অমান্য করে ইটভাটা স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী নিষিদ্ধ পৌর এলাকায় ভাটা স্থাপনের অপরাধে একটি ইটভাটাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটায় জ্বালানো আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ভাটার যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার কঠোর নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপস্থিত ছিলেন যারা
অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুরুল আমীন। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন:
- হাসান আহম্মেদ, সহকারী পরিচালক, জেলা পরিবেশ অধিদপ্তর।
- নাজির আলম, অফিসার ইনচার্জ (ওসি), রামগড় থানা।
- বিশ্বান্তর বড়ুয়া, স্টেশন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
- অর্ণব চাকমা, প্রকৌশলী, রামগড় পৌরসভা।










