বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রবিবার দুপুর ২টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ রাত ১০টা পর্যন্ত চলে। দিনভর অবস্থানের পর রাতে সংগঠনটির পক্ষ থেকে ৪ দফা দাবি ও নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন দুপুর থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। এর ফলে আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
রাতে সমাবেশ থেকে সংগঠনের মুখপাত্র ও শীর্ষ নেতৃবৃন্দ সরকারের উদ্দেশে চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো:
১. দ্রুত বিচার: হত্যাকাণ্ডের মূল হোতা এবং সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। ২. ভারতীয়দের পারমিট বাতিল: বাংলাদেশে কর্মরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্কার্স পারমিট বাতিল করতে হবে। ৩. শেখ হাসিনাকে ফিরিয়ে আনা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যারা ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। ভারত সহযোগিতা না করলে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি জানান তারা। ৪. প্রশাসনে শুদ্ধি অভিযান: আইনশৃঙ্খলা বাহিনীতে ভুল তথ্য প্রদানকারী কর্মকর্তা এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।
রবিবার রাত ১০টায় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলেও সোমবারের জন্য বড় কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। সোমবার দুপুর ২টায় দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগের অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের জনসমাগম আরও বিশাল হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথের লড়াই চলবে।










