
৩০ দিনের আল্টিমেটাম
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে ব্যর্থ হলে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘সরকার পতনের আন্দোলনের’ ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড় অবরোধ করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারের প্রতি এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের অত্যন্ত কড়া ভাষায় বলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট, কোনো লুকোচুরি নেই। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই হত্যাকাণ্ডের বিচার শেষ করতে ব্যর্থ হয়, তবে আমরা সরকার পতনের আন্দোলন শুরু করব। যে সরকার ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে কিংবা তাদের অবস্থান জানাতে ব্যর্থ হচ্ছে, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।”
নেপথ্যের শক্তিকে চিহ্নিত করার দাবি: হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজে বের করার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে শুধু খুনিদের নয়, এই হত্যার মাস্টারমাইন্ডদের চিহ্নিত করে চার্জশিট দাখিল করতে হবে। জাবের আরও যোগ করেন, “যদি মনে করা হয় এই হত্যার পেছনের শক্তির বিষয়ে মুখ খুললে সরকার টিকে থাকতে পারবে না, তবে সেই সরকারের ক্ষমতায় থাকারও প্রয়োজন নেই।”
তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ: ওসমান হাদিকে গুলি করার ২১ দিন এবং তার মৃত্যুর ১৫ দিন পার হয়ে গেলেও তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। জাবের অভিযোগ করেন, সরকার এখনো খুনিদের অবস্থান কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।
নির্বাচন ও জনআকাঙ্ক্ষা: নির্বাচন প্রসঙ্গে জাবের বলেন, “নির্বাচন হবে এবং হতে হবে। তবে জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে ক্যান্টনমেন্টের বাইরে এসে জনআকাঙ্ক্ষা উপলব্ধি করা প্রয়োজন।”
শাহবাগ মোড়ে অবরোধের কারণে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা।









