বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ও মোবাইল সেবা ব্যবহারকারীদের জন্য রয়েছে স্বস্তির বার্তা। সরকারের পক্ষ থেকে কর হ্রাসের মাধ্যমে এই দুই খাতে সেবার ব্যয় কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাজেট প্রস্তাবে ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর করের পরিমাণ অর্ধেকে নেমে আসবে, যা ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট খরচ হ্রাসে ভূমিকা রাখবে। পাশাপাশি মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বাজেট উপস্থাপনকালে বলেন, এই কর হ্রাসের ফলে টেলিযোগাযোগ খাতের আর্থিক চাপ কমবে এবং তারা আরও উন্নত সেবা দিতে পারবে। একই সঙ্গে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। বাজেটটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে আগামী ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করে তুলবে এবং সাধারণ মানুষের ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের ব্যয় কিছুটা হলেও কমে আসবে।