Home আকাশ পথ মাঝ আকাশে বিপত্তি, ১৯১ আরোহীসহ ইন্ডিগোর জরুরি অবতরণ

মাঝ আকাশে বিপত্তি, ১৯১ আরোহীসহ ইন্ডিগোর জরুরি অবতরণ

এভিয়েশন ডেস্ক: দিল্লি থেকে গোয়ার উদ্দেশে যাত্রা করা ইন্ডিগোর ৬ই ৬২৭১ নম্বর যাত্রীবাহী বিমানটি মঙ্গলবার রাতে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির শিকার হলে জরুরি অবতরণ করতে বাধ্য হয় মুম্বই বিমানবন্দরে। এয়ারবাস এ৩২০নিও মডেলের বিমানটি রাত ৯টা ৫৩ মিনিটে নিরাপদে অবতরণ করে। ততক্ষণে বিমানে থাকা ১৯১ জন আরোহী এবং ক্রুদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছিল।

জানা গেছে, বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার পর ভুবনেশ্বর থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল উত্তরে পৌঁছলে ১ নম্বর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে পাইলটরা রেডিও বার্তায় ‘প্যান প্যান প্যান’ সংকেত পাঠান, যা প্রাণঘাতী নয় এমন জরুরি অবস্থার সংকেত হিসেবে ব্যবহৃত হয়।

ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে উড়ান নিয়ম অনুযায়ী মুম্বইয়ে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টা ৩২ মিনিটে পাইলট বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে অবতরণের অনুরোধ জানান। অবতরণের সময় অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি প্রস্তুত রাখা হয়। অবতরণের পর নিরাপত্তা রীতি অনুযায়ী, বিমানটি টার্মিনালে পৌঁছানো পর্যন্ত অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা সহায়তা অব্যাহত থাকে।

ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি স্থগিত করা হয়েছে এবং যথাযথ পরীক্ষার পরই বিমানটি পুনরায় চালু হবে। ওই বিমানে থাকা যাত্রীদের বিকল্প ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি ভারতের বিভিন্ন বিমান সংস্থার একাধিক যাত্রায় যান্ত্রিক ত্রুটির খবর সামনে এসেছে। গত সপ্তাহে ইন্দোর থেকে রায়পুরগামী ৬ই-৭২৯৫ নম্বর ফ্লাইটও মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে এসেছিল। একইভাবে ১৩ জুলাই পুনে থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমান রানওয়েতে ট্যাক্সি করার সময় থেমে যায় এবং যাত্রা শুরু করতে ৯ ঘণ্টা বিলম্ব হয়।

এই ধারাবাহিক ত্রুটির ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, যান্ত্রিক ত্রুটি দ্রুত শনাক্ত হওয়া এবং সঠিক পদক্ষেপ নেওয়া হলেও, এসব ঘটনা ফ্লাইট পরিচালনা ব্যবস্থার তদারকির ঘাটতির দিকেই ইঙ্গিত করে।