কৃষ্ণা বসু, কলকাতা: নাগপুর থেকে কলকাতার পথে এয়ার ইন্ডিয়ার বিমানটি মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা খেল। মঙ্গলবার সকালে এই ঘটনোর পর বিমানটিকে পুনরায় নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানে ২৭২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের সবাই নিরাপদে অবতরণ করেছেন। তবে পাখির ধাক্কায় বিমানের নাকের অংশে ক্ষতি হয়েছে, যা স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৬ই ৮১২ সকাল ৭টার দিকে নাগপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পাখির ধাক্কা লাগার ঘটনা ঘটে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটি নাগপুরে ফিরিয়ে আনা হয়। নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি জানান, এই ঘটনা পাখির ধাক্কার কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ বিমান খতিয়ে দেখার পর নিশ্চিত করা যাবে।
এয়ার ট্রাভেল সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক ঘটনার এটাই নতুন উদাহরণ নয়। গত সোমবারও মহারাষ্ট্রের পুণে থেকে দিল্লিগামী একটি স্পাইসজেটের বিমান প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝ আকাশে ফিরে যেতে হয়েছিল। পরে যাত্রীদের নিরাপদে অবতরণ করানো হয়েছিল। এই ঘটনার পরই নাগপুর থেকে কলকাতার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির সঙ্গে ধাক্কা লাগার ঘটনা আলোচনায় এসেছে।