Home আন্তর্জাতিক ইমরান খানের ‘মৃত্যুর গুজব’: সরকারের কাছে ব্যাখ্যা দাবি পিটিআইয়ের

ইমরান খানের ‘মৃত্যুর গুজব’: সরকারের কাছে ব্যাখ্যা দাবি পিটিআইয়ের

ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক ‘গুজব’ সম্পর্কে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। একইসঙ্গে কর্তৃপক্ষের কাছে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্যদের অবিলম্বে সাক্ষাতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে দলটি।

সম্প্রতি ইমরান খানের বোনেরা অভিযোগ করেছেন যে, গত কয়েক সপ্তাহ ধরে আদিয়ালা জেলে তাদের ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ইমরান খানের মৃত্যুর বেশ কিছু অসমর্থিত খবর ছড়িয়ে পড়ে। ভারতীয় কিছু গণমাধ্যমেও তার স্বাস্থ্য নিয়ে গুজবের খবর প্রচারিত হয়। বৃহস্পতিবার সকালে এক্সে ‘ইমরান খান কোথায়?’ (Where is Imran Khan?) হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে ছিল।

বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে পিটিআই জানায়, আফগান ও ভারতীয় মিডিয়া এবং বিদেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে ‘ঘৃণ্য গুজব’ ছড়ানো হচ্ছে।

বিবৃতিতে পিটিআই দাবি করে, “বর্তমান সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে এই গুজবের বিষয়টি পরিষ্কার করতে হবে এবং ইমরান খানের সঙ্গে তার পরিবারের সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে ইমরান খানের স্বাস্থ্য, নিরাপত্তা এবং বর্তমান অবস্থা সম্পর্কে একটি আনুষ্ঠানিক ও স্বচ্ছ বিবৃতি দেওয়া উচিত।”

দলটি সতর্ক করে বলেছে, জাতির নেতার অবস্থা নিয়ে কোনো অনিশ্চয়তা জনগণ মেনে নেবে না। ইমরান খানের নিরাপত্তা এবং সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব সরাসরি সরকারের।

গুজব খণ্ডন করল পাকিস্তান সরকার

এদিকে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (এমওআইবি) ইমরান খানের মৃত্যুর গুজবকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের ‘ফ্যাক্ট-চেকিং সেল’ এক্সে এক পোস্টে জানায়, কিছু অজ্ঞাত আফগান অ্যাকাউন্ট থেকে ইমরান খানের মৃত্যুর ভিত্তিহীন গুজব ছড়ানো হয়। পরবর্তীতে ভারতীয় মিডিয়া ২০১৩ ও ২০২২ সালের দুটি পুরনো ছবিকে ‘নতুন প্রমাণ’ হিসেবে ব্যবহার করে এই গুজব প্রচার করে।

মন্ত্রণালয় জানায়, মূলত দুটি আফগান প্রোপাগান্ডা অ্যাকাউন্ট থেকে এই অপতথ্য ছড়ানো শুরু হয়। এটি কোনো সাধারণ খবর নয় বরং পাকিস্তানের অভ্যন্তরে অস্থিরতা তৈরির একটি সমন্বিত প্রচেষ্টা। ভারতীয় মিডিয়া, বিশেষ করে রিপাবলিক টিভি, কোনো যাচাই-বাছাই ছাড়াই এই গুজব প্রচার করে এবং রুটিন অনুযায়ী পরিবারের সাক্ষাৎ বন্ধ থাকাকে ‘রহস্যজনক’ হিসেবে উপস্থাপন করে।

জেলে বিলাসবহুল সুবিধা পাচ্ছেন ইমরান: খাজা আসিফ

গুজবের ডামাডোলের মধ্যেই বুধবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ইমরান খান জেলে বেশ আরাম-আয়েশে আছেন। তিনি বলেন, “ইমরান খানের জেল সেলে টিভি এবং ব্যায়াম করার মেশিন রয়েছে। তার খাবারও আসে বাইরে থেকে।”

খাজা আসিফ অভিযোগ করেন, ইমরান খান জেলে ‘ডাবল বেড এবং ভেলভেট বেডিং’ ব্যবহার করছেন এবং জেল সুপার ব্যক্তিগতভাবে তার দেখাশোনা করেন।

উল্লেখ্য, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে তোশাখানা দুর্নীতি মামলাসহ একাধিক মামলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। এর আগেও পিটিআই তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।