বিজেনেসটুডে২৪ ডেস্ক:
ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার পর অভিযান শেষে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লা সংবাদ সম্মেলনে এসব জানান।
তিনি বলেন, বিপুল ওয়াকিটকিসহ সেগুলো নিয়ন্ত্রণের যন্ত্র, লাইসেন্সবিহীন অস্ত্র, বিদেশি মদ, ইয়াবা উদ্ধারের পর র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারেয়ার আলম ছয় মাস করে তাদের দু’জনকে আলাদাভাবে একবছরের কারাদণ্ড দেন। এ ঘটনায় র্যাব তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের দুটি মামলা করবে।










