আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ব্যক্তিকে আবারও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম ইসমাইল ফিকরি, যিনি ২০২৩ সালে গ্রেপ্তার হয়েছিলেন।
ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমাইল ফিকরি ‘বিদেশি গোয়েন্দা সংস্থার’ সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এর আওতায় তাকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের তথ্য সংগ্রহ এবং এগুলো বিদেশে পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
তেহরানে সম্প্রতি একটি ড্রোন ও অস্ত্র বহনকারী চক্র ধরা পড়েছে, যেটির সঙ্গে মোসাদের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে। ওই ঘটনার সূত্র ধরেই ফিকরির মামলার রায় দ্রুত কার্যকর করা হয়।
ইরানি সংবাদমাধ্যম জানায়, চলতি মাসেই মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে এটি ছিল তৃতীয় মৃত্যুদণ্ড। ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি দ্বন্দ্বের প্রেক্ষাপটে এধরনের অভিযোগে ইরান গত কয়েক বছরে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ায়, যখন ইসরায়েলি হামলার জবাবে ইরান একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা চালায়। ওই হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলও ইরানের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালায়।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল ছায়াযুদ্ধ এখন অনেকটাই প্রকাশ্য হয়ে উঠছে এবং এই ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও গুপ্তচরবৃত্তির অভিযোগ ও তার কঠোর শাস্তির ঘটনা সামনে আসতে পারে।