Home কলকাতা দুর্গাপূজায় ১,২০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে

দুর্গাপূজায় ১,২০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রাপ্ত রপ্তানি আবেদনের যাচাই-বাছাই শেষে মোট ৩৭টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নামের পার্শ্বে বর্ণিত পরিমাণ ইলিশ মাছ রপ্তানি করতে হবে। অনুমোদনটি ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্য যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে। প্রতি চালান রপ্তানির সময় শুল্ক কর্তৃপক্ষ নিশ্চিত করবে যে অনুমোদিত পরিমাণের বেশি মাছ রপ্তানি করা হয়নি। এছাড়া, অনুমতি হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক নিজে না করে অন্য কাউকে সাব কন্ট্রাক্ট দিতে পারবেন না। সরকার প্রয়োজনে যে কোনো সময় এই অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রপ্তানির পরিমাণের সকল তথ্য প্রমাণসহ দাখিল করতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি রপ্তানি করা যাবে না।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, ভারতে ১,২০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত কোনো চাপের কারণে নয়। এটি ধর্মীয় সৌজন্য ও অনুরোধের ভিত্তিতে নেওয়া হয়েছে। তিনি বলেন, “গত বছরের তুলনায় এটি অর্ধেকের কম।” একই সঙ্গে, প্রবাসী বাংলাদেশিদের দাবির প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার টন ইলিশ পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে।