Home আন্তর্জাতিক ইসলামাবাদে প্রেস ক্লাবে পুলিশের তাণ্ডব: সাংবাদিক সমাজে ক্ষোভ

ইসলামাবাদে প্রেস ক্লাবে পুলিশের তাণ্ডব: সাংবাদিক সমাজে ক্ষোভ

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানেররাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার পুলিশ হামলা চালায়, যা স্থানীয় সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

পুলিশ দুপুরের দিকে প্রেস ক্লাবে প্রবেশ করে এবং সেখানে কর্মরত সাংবাদিকদের ওপর শারীরিক আক্রমণ চালায়। হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করা হয় এবং প্রেস ক্লাবের ক্যাফেটেরিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এক প্রেস ক্লাব কর্মীকে আটক করা হয়েছে; তবে তার পরিচয় বা আটক করার সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল আজাদ কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটির প্রতিবাদ কর্মসূচি কভার করা সাংবাদিকদের হেনস্থা করা। সাংবাদিক আনাস মালিক দাবি করেন, পুলিশ বিশেষভাবে কাশ্মীরি সাংবাদিকদের গ্রেফতার করার উদ্দেশ্যে এই অভিযান চালিয়েছে।

ঘটনার পর পাকিস্তানের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও মানবাধিকার সংস্থা তীব্র প্রতিবাদ জানিয়েছে। হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান এই হামলাকে “সাংবাদিকদের ওপর আক্রমণ” হিসেবে উল্লেখ করেছে। ডন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলাকে ইতিহাসের অন্যতম খারাপ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী মোহসিন নকভি এই ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক থেকে রিপোর্ট চেয়েছেন।

ঘটনার বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন: