Home Third Lead ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের পেজ থেকে দেওয়া এক পোস্টে হ্যাকার গ্রুপ নিজেরাই বিষয়টি নিশ্চিত করে।

পেজটি ঘুরে দেখা যায়, এর নাম পরিবর্তন করা হয়নি, তবে প্রোফাইল ও কাভার ফটো বদলে হ্যাকার গ্রুপের লোগো এবং ছবি ব্যবহার করা হয়েছে।

হ্যাকার গ্রুপ একটি পোস্টে লিখেছে— “পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।” এরপর থেকে একাধিক পোস্ট শেয়ার করা হয়েছে পেজটি থেকে।

এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের অফিশিয়াল পেজ হ্যাক হওয়া একটি বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।