Home জাতীয় ভারত-পাক উত্তেজনার ছায়া, সফর স্থগিত করলেন ইসহাক দার

ভারত-পাক উত্তেজনার ছায়া, সফর স্থগিত করলেন ইসহাক দার

ইসহাক দার

বিজনেসটুডে২৪ ডেস্ক: চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে স্থগিত করা হলো পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর। এ সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাব্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছিল।

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মাঝেই বাংলাদেশ সফর বাতিল করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কতামূলক নোটিশে জানানো হয়, “অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে” তিনি নির্ধারিত ২৭-২৮ এপ্রিল সফরটি করতে পারছেন না।

নোটিশে আরও বলা হয়েছে, “পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সফরের নতুন তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে।”

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময়ই ইসহাক দারের এই সরকারি সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়। সফরকালে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা ছিল বলে জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সফরটি প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আগমন হিসেবে একটি তাৎপর্যপূর্ণ ঘটনাপ্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছিল। কূটনৈতিক মহলে ধারণা ছিল, এ সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করবে।