বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা ঈশান খট্টর, যিনি ‘ধড়ক’, ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ও ‘ফোন ভূত’-এর মতো ছবিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সম্প্রতি এক আলোচনার মঞ্চে খোলামেলা মেজাজে কাজের অভিজ্ঞতা ভাগ করলেন। তিনি বললেন, বলিউড ও হলিউডের কাজের পরিবেশে মূল পার্থক্য হলো শৃঙ্খলা ও পদ্ধতি। “হলিউডে সব কিছু সংগঠিত, ওদের কাজের সময় মানে ঠিক সে সময়। আমাদের এখানে কাজ হয় একটু হুপহাপ করে, তবে প্যাশন প্রচুর,” মন্তব্য করলেন তিনি।
নেটফ্লিক্সের হলিউড সিরিজ ‘দ্য পারফেক্ট কাপল’-এ অস্কারজয়ী নিকোল কিডম্যানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে ঈশান বলেন, “নিকোল আইকন হলেও খুব আন্তরিক এবং উদার। সিনিয়রদের দায়িত্ব তরুণদের আরামদায়ক করা—এটাই আমি চাই ৩০ বছর পরও আমার মধ্যে থাকুক।”
আট ঘণ্টার ওয়ার্ক শিফট বিতর্ক নিয়েও ঈশান নিজের মত দিয়েছেন। তিনি বলেন, “অভিনয় প্যাশনের কাজ। অনেক সময় অভিনেতারা নিজেরা সময় পেরিয়ে কাজ করেন, কারণ ভালোবাসা বাস্তবায়িত করতে চায়।”
ঈশান তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘হোমবাউন্ড’-এর কথাও তুলে ধরেন, যা ২০২৬ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি। তিনি বলেন, “এই ছবিটা খুব মানবিক, সূক্ষ্ম গল্প, প্রদর্শনী দেখা এক স্বপ্নের মতো অভিজ্ঞতা।”
‘ধড়ক’-এর মিষ্টি চরিত্র থেকে শুরু করে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এর গম্ভীর রূপ, এখন হলিউডে চোখে চোখ রেখে কাজ—ঈশান খট্টর প্রমাণ করলেন যে নতুন প্রজন্মের অভিনেতারা শুধু গ্ল্যামার নয়, গভীর বোধ ও বাস্তববোধ নিয়ে এগোতে জানেন।