Home আকাশ পথ আবুধাবি থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে উইজ এয়ার

আবুধাবি থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে উইজ এয়ার

এভিয়েশন ডেস্ক: বহুজাতিক বিমান সংস্থা উইজ এয়ার হোল্ডিংস পিএলসি আবুধাবি থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে।
একইসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাদের যৌথ মালিকানা ব্যবসা উইজএয়ার আবুধাবি  থেকে বের হয়ে আসবে।

উইজ এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক রাজনৈতিক পরিবেশ, বাজারের গতিবিধি এবং কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জগুলো পুনর্মূল্যায়নের পর ওই সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়েছে:
“এই কৌশলগত পুনর্গঠনের অংশ হিসেবে উইজএয়ার আবুধাবি -র কার্যক্রম স্থগিত করা হবে। এর ফলে ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে স্থানীয় সকল ফ্লাইট পরিচালনা বন্ধ করা হবে এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে যৌথ উদ্যোগ থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসবে।”

উল্লেখ্য, ২০২১ সালে উইজ এয়ার এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা ADQ-র যৌথ অংশীদারত্বে উইজএয়ার আবুধাবি যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল—মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের মধ্যে সাশ্রয়ী মূল্যের আকাশপথ সংযোগ বিস্তৃত করা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে  ভূরাজনৈতিক অস্থিরতা, অতিরিক্ত প্রতিযোগিতা ও অর্থনৈতিক চাপ এই কার্যক্রমকে বহাল রাখা কঠিন করে তোলে।

এই ঘোষণায় এখনও কর্মী ছাঁটাই বা যাত্রীদের টিকিট নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে শিগগিরই আরও তথ্য জানানো হবে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইউরোপভিত্তিক বিমান সংস্থাগুলোর জন্য পরিবেশ দিন দিন জটিল হয়ে উঠছে। যার ফলে উইজ এয়ারের মতো সংস্থাগুলো আবারও তাদের মূল বাজার অর্থাৎ ইউরোপে মনোযোগ ফিরিয়ে নিচ্ছে।