Home আকাশ পথ চীনের তৈরি উভচর বিমান এজি-৬০০’র সফল উড়ান

চীনের তৈরি উভচর বিমান এজি-৬০০’র সফল উড়ান

উভচর বিমান এজি-৬০০ ছবি সংগৃহীত

এভিয়েশন ডেস্ক:

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ব্যাচ-উৎপাদিত বিশাল উভচর বিমান এজি-৬০০ সফলভাবে পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে দক্ষিণ চীনের ঝুহাই শহরে। রোববার স্থানীয় সময় এই উড়ানটি সম্পন্ন হয়, যা চীনের উভচর বিমান নির্মাণ ও জরুরি উদ্ধারক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির আরেকটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, এই পরীক্ষামূলক উড়ানে বিমানটি ১২ টন পানি বহন করে নিখুঁতভাবে ফেলে দেওয়ার সক্ষমতা প্রদর্শন করে। ১৭ মিনিট স্থায়ী এই উড়ানে বিমানটির ইঞ্জিন, ন্যাভিগেশন, জলের উপর ভেসে ওঠা ও পানিতে অবতরণের সব কটি পরীক্ষাই সফলভাবে সম্পন্ন হয়।

চীনের বিমান নির্মাতা সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) জানায়, এজি-৬০০ মূলত বনভূমির অগ্নিনির্বাপণ, সামুদ্রিক উদ্ধার অভিযান এবং জরুরি পরিবহন কাজে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। উড়োজাহাজটি পানি এবং স্থল উভয় স্থান থেকেই উড়তে ও অবতরণ করতে পারে। এর জলাধার থেকে পানি সংগ্রহ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

প্রায় ৩৭ মিটার দৈর্ঘ্যের এই বিমানটি ৬০ টন পর্যন্ত ওজন নিয়ে উড়তে পারে এবং একটানা দীর্ঘ সময় আকাশে থাকতে পারে। বিশেষ করে দুর্গম এলাকায় উদ্ধারকাজে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এজি-৬০০ চীনের জাতীয় জরুরি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি যুগান্তকারী সংযোজন। এটি শুধুমাত্র দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক বাজারেও চাহিদা তৈরি করতে পারে, বিশেষত যেখানে বনভূমির দাবানল একটি বড় সমস্যা।

এই উড়ান সফলভাবে সম্পন্ন হওয়ার পর চীন এখন পুরোপুরি বাণিজ্যিক ও সরকারি ব্যবহারের জন্য এজি-৬০০ প্রস্তুত করার দিকে এগোচ্ছে।