বিজনেসটুডে২৪ ডেস্ক:
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ১৪৪৭ হিজরি (২০২৫-২০২৬) উমরাহ মৌসুমের জন্য আন্তর্জাতিক যাত্রীদের আগমন ও যাত্রা সম্পর্কিত সময়সূচি ঘোষণা করেছে। পরিকল্পিত এ ক্যালেন্ডারের মাধ্যমে বিদেশি হাজিদের সুশৃঙ্খল ও নির্বিঘ্ন সেবাদান নিশ্চিত করতে চায় সৌদি প্রশাসন।
ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ১১ জুন (১৫ জিলহজ ১৪৪৬) থেকে আন্তর্জাতিক উমরাহযাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এর একদিন আগে, অর্থাৎ ১০ জুন (১৪ জিলহজ) থেকে উমরাহ ভিসা ইস্যু শুরু হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি এজেন্সি ও সৌদি উমরাহ কোম্পানিগুলোর মধ্যে সেবা সংক্রান্ত চুক্তি সম্পন্ন করতে হবে আগামী ২৭ মে তারিখের মধ্যে (২৯ জিলকদ ১৪৪৬)। এই চুক্তির মাধ্যমেই বিদেশি হাজিদের জন্য নির্ধারিত সেবা, আবাসন ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, উমরাহ ভিসা ইস্যুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ, ২০২৬ (১ শাওয়াল ১৪৪৭)। সৌদি আরেব প্রবেশের সর্বশেষ তারিখ ৩ এপ্রিল, ২০২৬ (১৫ শাওয়াল ১৪৪৭) এবং উমরাহ পালনকারি সব হাজিকে সৌদি আরব ত্যাগ করতে হবে ১৮ এপ্রিল, ২০২৬ (১ জিলকদ ১৪৪৭) এর মধ্যে।
উমরাহ মৌসুমে সেবার মানোন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি সরকার এই নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেছে। এর মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসলিমদের নিরাপদ, আরামদায়ক ও অভিজ্ঞতাসম্পন্ন ওমরাহ সম্পাদনের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।